চাঁপাইনবাবগঞ্জ শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মতবিনিময়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান। 

এসময় পৌরসভার প্যানেল-১ মোঃ সাইদুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, নির্বাহী প্রকৌশলী মোঃ সাদিকুৃল ইসলাম, সচিব মামুন অর রশিদ, অ্যাকাইন্টস্ অফিসার মোঃ আহসান হাবীবসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি এ কে এম তাজকির উজ জামান জানান, যেকোন শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হলে সর্বপ্রথম সেসব এলাকার বসবাসকারী নাগরিককে নিজে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। নিজের বিকেকবোধ দিয়ে যেমন আমরা নিজের ঘরবাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্ঠা করি তেমনি শহরের প্রতিটি রাস্তাঘাট, ড্রেন, পানি নিস্কাশন ব্যবস্থা  পরিস্কার রাখতে হবে।  শুধু একটি প্রতিষ্ঠানের উপর চাপিয়ে না দিয়ে নিজেদের অভ্যাস পরিবর্তন করতে হবে। তাহলেই শহর পরিস্কার পরিচ্ছন্ন হবে। 

মতবিনিময় সভায় মেয়র পৌর এলাকার মৃধাপাড়া চৌধুরী বাড়ী হতে সদরঘাট পর্যন্ত রাস্তাকে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এ রাস্তাটির  নাম ক্লিন রাস্তা করার প্রস্তাব করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।  

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।