মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ৩৮টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেছে জেলা সমাজ সেবা অধিদপ্তর। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০১৯-২০২০ অর্থবছরের স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে আর্থিক সহায়তা হিসেবে এই চেক বিতরণ করা হয়। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর প্রতিনিধিদের হাতে এইসব চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. তাজকির-উজ-জামান। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে রানীহাটি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক ও বারঘরিয়ার সংগ্রামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মনিরা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী।
পরে জেলার ৩৮ টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রত্যেকটিকে ৩০ হাজার টাকা করে ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৩ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা প্রদান করা হয়।