মেহেদি হাসান
পাওয়ার গ্রীড কোম্পানির (পিজিসি) অধিগ্রহণকৃত জমির চেক বিতরণ করা হয়েছে। নাচোল উপজেলার কসবা ইউনিয়নের পূর্বচন্দনা গ্রামে উপস্থিত হয়ে জমির মালিকদের মধ্য থেকে বুধবার ১১ জনকে ২ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৩ টাকার চেক প্রদান করা হয়।
চেকগুলো প্রদান করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এ-সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, সহকারি কমিশনার আশরাফুল ইসলাম রওশনা জাহান, জিনিয়া জামান, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানসহ অন্যরা।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, ওই এলাকায় পাওয়ার গ্রীড কোম্পানি ১৬ একর জমি অধিগ্রহণ করে।