চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের একটি দল গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৯’শ ৯৫ গ্রাম হেরোইনসহ কিরণ হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে। গতকাল শনিবার দুুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের স্ইুচগেটে এ অভিযান চালায় র্যাব সদস্যরা। আটককৃত কিরণ হোসেন হচ্ছে, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়াপাড়া গ্রামের মৃত জাফর আহম্মেদের ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ রেলষ্টেশন মহল্লায় ভাড়াবাসায় থাকেন।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে গোদাগাড়ি উপজেলার
সুইচগেট বাজার এলাকার জনৈক মোঃ মাহবুবুর রহমানের পোল্ট্রি ফার্মের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার দুপুর ১ টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে হেরোইনসহ কিরণকে আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।