মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার একটি গোডাউনে অবৈধভাবে ৩ হাজার ৫০০ বস্তা ধান মজুদ রাখার অপরাধে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড , ৩ লাখ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাদ্যদপ্তরকে সাথে নিয়ে আব্দুল হামিদ এর গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউনে ৩ হাজার৫০০ বস্তা ধান মজুদ দেখতে পায়। এসময় ট্রেড লাইসেন্স, খাদ্য অধিদপ্তরের মজুদ লাইসেন্স ও মার্কেটিং অফিসের কোন লাইসেন্স দেখাতে পারেনি আব্দুল হামিদ।
উপযুক্ত কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে ৩ হাজার ৫০০ বস্তা ধান মজুদ রাখার দায়ে গোডাউন মালিক আব্দুল হামিদকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড , ৩ লাখ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।