মেহেদি হাসান
সেপ্টেম্বর ০৫, ২০২০ইং তারিখে আনুমানিক সকার ৮ ঘটিকার দিকে মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার, সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি, চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী রাজধানীর সম্মিলিত সামরিক হাঁসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। মাননীয় উপাচার্য আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি আরো উল্লেখ করে বলেন যে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনাব আবু ওসমান চৌধুরী। আজ আমি আবেগ আপ্লুত হয়ে মরহুমের স্মৃতি রমন্থন করছি, কারন বিভিন্ন সময়ে তাঁর সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আরও একজন সুর্য সন্তানকে হারালো বলে মাননীয় উপাচার্য উল্লেখ করেন।