শিবগঞ্জের নয়ন ফিলিং স্টেশনের সামনে থেকে ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার

News Desk

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন নয়ন ফিলিং স্টেশনের সামনে থেকে ৬শ ৮৭ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকেল ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঢাকার আব্দুল্লাপুর এলাকার ১০নং সেক্টরের শহিদুল ইসলামের ছেলে রিপন (২০) ও শুকুর শেখের ছেলে শামীম শেখ (২২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৫ রাজশাহীর সিপিএসসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশ দল শনিবার বিকেলে শিবগঞ্জের মেসার্স নয়ন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ৬শ ৮৭বোতাল ফেন্সিডিলসহ রিপন ও শামীম শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।