জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বৃক্ষরোপন

মেহেদি হাসান

জাতীয় শোক দিবস ,মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও মুজিব বর্ষকে স্মরনীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের দ্বারিয়াপুর এলাকায় বজ্য ব্যবস্থাপনা (ডাম্পিং গাউ-) এলাকায় বিভিন্ন রকমের ফলজ বনজ গাছ লাগিয়ে এ বৃক্ষরোপন কর্মর্সচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, সচিব মামুন অর রশিদ, অ্যাকাউন্টস্ অফিসার আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমান, জাহাঙ্গীর কবির, মতিউর রহমান মটন, আফজাল হোসেন পিন্টু, আহসান হাবীব, সংরক্ষিত আসনের কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা,টাউন প্লানার ইমরান হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ রোকুনুজ্জমান, অ্যাকাউন্টটেন্ড রবিউল ইসলামসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। 

উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে মোট ২ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হবে। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।