News Desk
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করনের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পাপিয়া সুলতানার সভাপতিত্বে কালাজ্বর নির্মূল কার্যক্রম অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান। অন্যান্যের মাঝে উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার রোকছানা আনিছা, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ১নং কসবা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ও উপজেলা তথ্য আপা খাদিজা খাতুনসহ শিক্ষক সাংবাদিক, ইমাম ও হাসপাতালে বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করনের বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বাস্থ অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসুচীর এন্টোমলজিক্যাল সার্ভিলেন্স এক্সপার্ট মোঃ ইশা ও বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ ফারহানা হক।