মেহেদি হাসান
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তারসহ আরো পাঁচজনের করোনা পজিটিভ হয়েছে।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ১৩ জনের নমুনাই পাঁচজনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, জেলায় এ পর্যন্ত ৪৯১ জন শনাক্তের মধ্যে সদরের ২৪৬, শিবগঞ্জের ১১৭, গোমস্তাপুরের ৫২, নাচোলের ৪৬ ও ভোলাহাট উপজেলার ৩০ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মৃত্যু হযেছে ৮ জনের।