মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত শেখ আলতাফ হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার (১ আগস্ট) ঈদের দিন বেলা ১১ টার দিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্ন লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শেখ আলতাফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ শহরের দাউদপুর রোড এলাকার বাসিন্দা ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী আলতাফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আলতাফ হোসেন গত ২১ জুলাই হাসপাতালে ভর্তি হন। গত ২২ জুলাই তার নমুনা নেওয়া হয়। ২৫ জুলাই তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। আলতাফ হোসেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাতেও ভুগছিলেন বলে জানান সিভিল সার্জন ।
চাঁপা্জইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম জানান, আজ শনিবার বাদ আসর মিস্ত্রিপাড়া গোরস্থানে করোনার নিয়ম মেনে মরদেহ দাফন করা হবে।
এনিয়ে জেলায় করোনায় ২ নারীসহ ৭ জনের মৃত্যু হলো। এদের ৫ জন সদরের ও ২ জন শিবগঞ্জের বাসিন্দা। মৃত ৭ জনের মধ্যে ৩ জন মৃত্যুর পর শনাক্ত হন।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৪৪৮ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরের ২২৭, শিবগঞ্জের ১০৪, গোমস্তাপুরের ৪৮, নাচোলের ৩৯ ও ভোলাহাটের ৩০ জন রয়েছেন।
এদিকে গত শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২১৫ জন। ফলে জেলায় আক্রান্তদের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন।