মেহেদি হাসান
আগামী ১লা আগস্ট পবিত্র ঈদুল আযহার দিন জবাইকৃত পশুর চামড়া পাচার রোধ ও কোরবানীর বর্জ্য যথাসময়ে নির্দিষ্ট স্থানে ফেলা ও কুরবানীর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪ পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কঠোর নির্দেশ দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে কুরবানী কৃত পশুর চামড়া ব্যবস্থাপনা বিষয়ক সভায়ই এই নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ জ্জামান ।
জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল পৌরসভা ও ইউনিয়ন পরিষদের যেসব জায়গায় কুরবানী করা হয় সেসব জায়গার নাম ও ঠিকানা এবং যথাসময়ে কোরবানির বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে ফেলে তা ঢেকে দেওয়া এবং কুরবানির জায়গায় রক্তসহ বিভিন্ন ব্রজ পরিষ্কার করার বিষয়ে সকল পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কাউন্সিলরদের মাধ্যমে তা করার নির্দেশ দেওয়া হয় এবং চামড়া যতক্ষণ পর্যন্ত বিক্রয় না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে লবণ দিয়ে তার সংরক্ষণ করতে হবে বলেও জানানো হয়। ভিডিও কনফারেন্সিং এ জেলার ৪ পৌরসভার মেয়র ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব গন যুক্ত ছিলেন।