করোনায় ক্ষতিগ্রস্থ ১০ জন ছাত্র মৎস্য উদ্যোক্তাকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক "মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি" জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে করোনা ভাইরাস  (কোভিড-১৯)  এ  ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে মানবিক সহায়তা ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।   সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ জন ছাত্র মৎস্য উদ্যোক্তাকে পাঁচ হাজার টাকা করে বিশেষ অনুদান প্রদান করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। 

 এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরক্তি জেলা প্রশাসক ( রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, জেলা মৎস্য কর্মকতা ড. আমিমুল এহসান, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, অ্যাডভোকেট আব্দুস সামাদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, এসিল্যাণ্ড মোঃ আনিসুর রহমান, সহকারী কমিশনার চন্দন কর প্রমুখ।   

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।