মেহেদি হাসান
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে পশু হাটগুলোয় করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য বিধি মানতে মাইকিং করা হলেও অনেকাংশেই মানা হচ্ছে না। কোরবানির জন্য গরু কিংবা ছাগল কিনতে আসা লোকজনের চাপে হাটগুলোয় ভিড় হচ্ছে।
এদিকে করোনা ভাইরাসের বিস্তারও ঘটছে। এ অবস্থায় জেলা পুলিশ তদারকি শুরু করেছে। রবিবার (ছাব্বিশ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইকবাল হোছাইন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গাড়া পশু হাটে লোকজনের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ্ দেন। এ-সময় তিনি হাটের ইজারাদারের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন।
জেলা পুলিশের এই অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন-স্বাস্থ্য মানার জন্য ইজারাদারের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলা পুলিশও চেষ্টা করছে মানুষ যেন স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করে। ঈদুল আযহার আর মাত্র কদিন বাকি।এ অবস্থায় পশু হাটগুলোয় ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় হচ্ছে।