চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২৮ জন করোনা পজিটিভ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন বয়সের আরো ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬৮ জনের নমুনা পরীক্ষায় এই ২৮ জন শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় ৭জন করে এবং গোমস্তাপুর উপজেলায় ২ জন রয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাতে ৬৮ জনের এই প্রতিবেদন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে আসে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঢাকার শেরেবাংলানগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে সোমবার রাতে ৬৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এই ৬৮ মধ্যে বিভিন্ন বয়সী ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১৬ ও ১৮ জুলাই এই ৬৮ জনের নমুনা পাঠানো হয়েছিল। সিভিল সার্জন আরো জানান, জেলায় এপর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩১৯ জন। অন্যদিকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৪ জন।


চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, নতুন শনাক্ত ২৮ জনের মধ্যে স্বাস্থ্য কর্মীর সংখ্যাই বেশি। এর বাইরে চাকরিজীবি, ব্যবসায়ীসহ অন্যান্য পেশার মানুষ রয়েছেন।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।