মাস্ক না পরে বাইরে আসায় জেলা সদর ও নাচোলে ৫৬ জনকে জরিমানা

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : বুধবার জেলা সদর ও নাচোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে জেলা সদরে ৪৭ জনকে ২০০ টাকা করে ৯ হাজার ৪০০ টাকা এবং নাচোলে ৯ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

জেলা শহরের মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন- মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ রবিন মিয়া, মো. রুহুল আমিন ও মোহাম্মদ আশরাফুল হক। এ-সময় প্রত্যেককে মাস্ক প্রদান করা হয় এবং মাস্ক ছাড়া বাইরে না বেরোতে বলা হয়। এর আগে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্কবিহীন এইসব লোকদের আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করে।

অন্যদিকে নাচোলে মাস্ক না পরার অপরাধে ৯ জনের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাচোল বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে নেজামপুর বাজার পর্যন্ত পুলিশের একটি টিম সাথে নিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।