মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে সোমবার নতুন আরও ২৬ জনের দেহে করেনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়ে জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ২২৫। সোমবার(১৩’জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা ভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল পরে জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে শনাক্তদের মধ্যে গত রোববার (১২’জুলাই) পর্যন্ত সূস্থ হয়েছেন ৯৩ জন। এর মধ্যে সদরের ৩৩,শিবগঞ্জের ১৬,গোমস্তাপুরের ২০,নাচোল ও ভোলাহাটের ১২ জন করে সূস্থ হয়েছেন। এছাড়া সূস্থের পথে রয়েছেন আরও কয়েকজন।
ফলে জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা এখন ১৩২ জন। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী আরও বলেন,জেলা থেকে গত রোববার পর্যন্ত ৩ হাজার ৮২২টি নমূনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত রোববার ১১৩টি নমূনা পরীক্ষায় পাঠানো হয়। এসব নমূনায় পজিটিভ ফল এসেছে ২২৫টি। নমূনা সংগ্রহ কার্যক্রম চলছে বলেও জানান সিভিল সার্জন।