গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের নদীভাঙ্গন এলাকা পরিদর্শন

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের নদী ভাঙ্গন এলাকাটি শনিবার সকালে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাঙ্গন কবলিত ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,ভারতের উজান থেক নেমে আসা স্রোতের পানিতে প্রতিবছর ভাঙ্গণের মধ্যে পরে মহানন্দা নদী ঘেঁষা গ্রামটি। মন্ত্রি, সংসদ সসদ্য,পানি উন্নয়ন বোর্ড,স্থানীয় প্রশাসন সহ অনেকে বিভিন্ন সময় ওই এলাকাটি পরিদর্শন করে নানা পদক্ষেপ নেয়ার আশস্ত করেও এখনও তার বাস্তবায়নের রুপ দেখা যায়নি বলে এলাকাবাসি অভিযোগ করেছেন।

তবে এলাকাবাসীর দাবি দ্রূত নদী ভাঙ্গন থেকে গ্রামটি রক্ষা না করলে, আমবাগান, মসজিস, বাজারসহ গ্রামটি পুরোপুরো ধ্বংশ হয়ে যাবে ।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।