চাঁপাইনবাবগঞ্জ আরো ১৭ জনের করোনা পজেটিভ হয়েছে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, শিবগঞ্জে ৩, নাচোলে ৩ ও ভোলাহাটে ১ জন রয়েছেন। এ নিয়ে টানা চারদিন জেলাতে করোনার পজিটিভ রিপোর্ট আসছে। নতুন ১৭ জন নিয়ে জেলাতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন ১৭৪ জন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সাভার প্রাণিসম্পদ বিভাগের গবেষণা ল্যাব থেকে আজ শুক্রবার ২৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তাদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে শিক্ষক, কৃষক, চিকিৎসক, ব্যাংকার, প্রকৌশলী ও গৃহিণী রয়েছেন। গত ২৪ থেকে ২৮ জুন এদের নমুনা পাঠানো হয়।
এর আগে গত মঙ্গলবার ৭০ জনের রিপোর্ট এসেছিল। এর মধ্যে ১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বুধবার ৯ জনের রিপোর্ট পাওয়া যায়। ৯ জনের মধ্যে ৬ জনই করোনা পজিটিভ ছিলেন। বৃহস্পতিবার জেলাতে সর্বোচ্চ শনাক্ত হয়। এ দিন ৯১ জনের রিপোর্টের মধ্যে ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে টানা চার দিনে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩ জন। মোট আক্রান্ত হচ্ছেন ১৭৪ জন।
এদিকে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী আবারো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরে বেরোতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।