রানীহাটি ইউনিয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা পরিপোষক ভাতা দিয়েছে প্রয়াস

মেহেদি হাসান

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে ১শ জন বয়স্ক মানুষকে পরিপোষক (বয়স্ক ভাতা) ভাতা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। রোববার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এই ভাতা প্রদান করা হয়।

রানীহাটি ইউনিট-১০, সমৃদ্ধি-১ অফিসের সামনে ১শ জনের প্রত্যেক ২হাজার ৫শ টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সমৃদ্ধি কর্মসৃচি সমন্বয়কারী উজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের মাঝে এই ভাতার টাকা তুলে দেন রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন আলী। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফের)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই ভাতা প্রদান করেছে।

এসময় অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ কার্যক্রমের সভাপতি মাহতাব উদ্দিন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হান্নান, ইউনিটি ব্যবস্থাপক তরিকুল ইসলাম, প্রবীণ কর্মসূচি সংগঠক রবিউল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতির জন্য একসাথে ৫ মাসের ভাতা প্রদান করা হলো। এর আগে প্রতি দুই মাসে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।