চাঁপাইনবাবগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

News Desk

নিজস্ব প্রতিবেদকউপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে চুড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকার পদ বঞ্চিত মেধাবী শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, পদ বঞ্চিত সংগঠনের জেলা শাখার সদস্য কামরুজ্জামান, শাখাওয়াত হোসেন, আব্দুল অহাব, তোহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম স্বজনপ্রীতি করে নিয়োগ দেয়া হয়েছে। এগুলো বন্ধ করে পূণরায় নিয়োগের দাবি করেন।

তাদের দাবি নিয়ম অনুযায়ী জেলা হতে উত্তীর্ণদের মধ্যে মেধাক্রমে নিয়োগ চাই। তারা আরো বলেন, করোনা পরবর্তী দুর্ভিক্ষ হতে দেশ জাতিকে রক্ষা করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ভাইবা পরীক্ষায় অংশগ্রহনকারী সকল প্রার্থীকে প্যানেলে নিয়োগের দাবি জানিয়েছেন মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।