News Desk
এম.এ.মাহবুব : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি স্থাপনা হলো দারসবাড়ি
মসজিদ। । ঐতিহাসিক ছোট সোনামসজিদ থেকে সোনামিসজিদ স্থলবন্দর যাওয়ার পথে মাঝামাঝি ওমরপুরের
পাশে এটি অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।
ঐতিহাসিক
স্থাপনা অনুসন্ধানের সময় মুনশী এলাহী বখস কর্তৃক আবিস্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী
জানাযায়, ৮৮৪ হিজরীতে (১৪৭৯ খ্রিস্টাব্দে) সুলতান শামস উদ্দীন ইউসুফ শাহের রাজত্বকালে
তাঁরই আদেশক্রমে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মসজিদটির দৈর্ঘ্য ৯৯ফুট ৫ইঞ্চি ও প্রস্থ
৩৪ফুট ৯ইঞ্চি। এর পূর্বপাশে ১০ফুট ৭ইঞ্চির একটি বারান্দা রয়েছে। বর্তমানে এর চারপাশের
দেয়াল ও মাঝের প্রস্তর স্তম্ভটুকু অবশিষ্ট থাকরেও গম্বুজসহ অনেক কারুকার্য বিলুপ্ত
হয়েছে।
১৯৭৬
খ্রিষ্টাব্দে মুনশী এলাহী বখশ কর্তৃক উদ্ধারকৃত শিলালিপিটি বর্তমানে কলকাতা যাদুঘরে
সংরক্ষিত রয়েছে।
সূত্র :
১. চাঁপাইনবাবগঞ্জ: ইতিহাস ঐতিহ্য,
ড. মাজহারুল ইসলাম তরু।
২. উইকিপিডিয়া।
৩. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।