মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকার পিতৃ হত্যার বিচার দাবী করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে শহরের পাঠানপাড়াস্থ একটি বাসায় তাদের পিতা সাজেমান আলিকে নিষ্ঠুরভাবে হত্যা করার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতার করার দাবিতে সংবাদ সম্মেলন করে নিহতের ছেলে মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরা। সংবাদ সম্মেলনে তার ছেলে লিখিত বক্তব্যে দাবী করে বলেন, রুহুল আমিন, দুলাভাই নুরুল ইসলাম ও তার ২ ছেলে টুটুল ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সহযোগীদের নিয়ে বাবা সাজেমান আলীকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। আমাদের বড় বোন দুলালী বেগম হত্যা মামলাকে নিয়ে ধু¤্রজাল সৃষ্টির উদ্যোশ্যে তার স্বামীকে বাঁচানোর জন্য মিথ্যা বয়ান দিয়ে বিভ্রান্ত করছে।
সংবাদ সম্মেলন আরও জানানো হয়, আমাদের বাবার মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বড় বোন দুলালি বেগম হত্যাটিকে আড়াল করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। দুলাভাই নুরুল ইসলাম, তার ২ সন্তান টুটুল ও জাহাঙ্গীর এবং অন্যতম হত্যাকারী রহুল আমিনসহ হত্যা মামলার আসামীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, মৃতের ছেলে আতাউর রহমান, সেতাবুর রহমান, সাইদুর রহমান, মজিবুর রহমান, আতাউর রহমান, জামাল উদ্দিন, শাহালাল আলম, জুল্লূর রহমান, মেয়ে ফিনিয়ারা, ভাতিজা আলমগীর ইসলাম।