মেহেদি হাসান
সুপ্রাচীন কাল থেকেই ঐতিহ্যগতভাবে জেলা প্রশাসকগণ জন কল্যাণার্থে জনগণের সাথে গভীরভাবে ঘনিষ্ঠ হয়ে কাজ করে আসছেন। আধুনিক জন প্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করতে জনগণের সমস্যা সম্ভবনা নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে জনগণের সভা নামে জেলা প্রশাসকের সাথে জনগণের আলোচনা/সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। সপ্তাহের অন্যান্য দিনের সাক্ষাৎ ছাড়াও প্রতি বুধবার দিন ব্যাপী জেলা প্রশাসক জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন শুনছেন এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয় সমূহ তৎক্ষণাৎ নিষ্পত্তি করে জনগণকে সেবা প্রদান করছেন।
এছাড়াও টেলিফোনে বা লিখিতভাবে বিভিন্ন দপ্তর/ব্যক্তির সাথে যোগাযোগ করে জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন নিষ্পত্তি করা হচ্ছে। জনগণের সভার সিদ্ধান্তসমূহ লিখিতভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হচ্ছে। আপনি আপনার কোনো সমস্যা বা বিষয় প্রতি বুধবার অনুষ্ঠিত জনগণের সভায় জেলা প্রশাসককে জানাতে পারেন।
বুধবার (১৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানীতে ২ জন দরিদ্র অসহায় লোক নগদ অর্থ সহায়তা, শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকার এক রোগীর অপারেশন করার জন্য সেই সংশিষ্ট ক্লিনিককে বলে তার অপারেশন রিার ব্যবস্থা, সদর হাসপাতালে কয়েকজনের চিকিৎসা নিশ্চিত, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যাছাই বাছাই করে ২ জনকে ব্যবস্থা, ২ জনের জমি জমা সংক্রান্ত তথ্য যাছাই বাছাই করে শেখ হাসিনার উপহার ঘর প্রদান করার ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, এনডিসি রবিন মিয়াসহ জেলা প্রশাসনের ম্যাজিস্টেগণ।