বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না : ঘৌড় দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণে খাদ্যমন্ত্রী
মেহেদি হাসান
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে শনিবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পদার্পণ করেছে। এ দেশ স্বাধীন না হলে আমরা কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না।
রহনপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ড যুবলীগ কর্তৃক বহিপাড়ায় আয়োজিত দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, এরফান গ্রুপের পরিচালক আলহাজ্ব এরফান আলীসহ অন্যরা।
প্রতিযেগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।