চাঁপাইনবাবগঞ্জে হাজারো দর্শক দেখলো ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান দেখলো হাজার হাজার দর্শক। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (পুরাতন স্টেডিয়াম) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বড় পর্দার দুটি এলইডি টিভির মাধ্যমে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড, শংকর কুমার কু-ু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্রেবেন্দ্র নাথ উরাও, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডা. গোলাম রাব্বানীসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। তিনি আরও বলেন, ২৫ মার্চ যখন পাকিস্থানি হানাদাররা হামলা শুরু করেছিল ঠিক তখনই জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয় অর্জন করেছিল। ৭ মার্চের ভাষণের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধে বিজয় যে অবশ্যম্ভাবী সে নির্দেশ দিয়েছিলেন। বাঙালি তার নির্দেশ পালন করে সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল।

 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।