মেহেদি হাসান
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে আগামী ১১’জানুয়ারী রোববার চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষ ৭ হাজার ১৮৮জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (৯’জানুয়ারী) দুপুরে সিভিল সার্জন অফিস সভাকক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন বলেন, শিশুদের পূষ্টি চাহিদা পূরণ,বেড়ে ওঠা,বিভিন্ন রোগ প্রতিরোধের মাধ্যমে শিশু মৃুত্যর হার কমাতে ভিটামিন এ অত্যন্ত কার্যকর। তবে ক্যাম্পেইনে হাসপাতালে ভর্তি সহ গুরুতর অসুস্থ শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে না। কোন শিশুকে জোর করেও ক্যাপসুল খাওয়ানো হবে না। এ ব্যাপারে কোন ধরনের গুজব যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি সাংবাদিকদের লক্ষ্য রাখার আহব্বান জানান। সে দেশে তৈরী সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়াবিহিহীন এই ক্যাপসুল সেবন ক্যাম্পেইন শতভাগ সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।