মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৫২- কে সংশোধন পূর্বক ২০১৯ সালে জেলা ও পৌরসভার লাইসেন্স প্রতি উৎসকর হার ৩০০টাকা পরিবর্তন করে নতুন ভাবে ১ হাজার করার বিষয়ে জেলা ব্যবসায়ী,সূধীসমাজ ও মসজিদের ইমামগনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ,চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, উপকর কমিশনারের কার্যালয়,সার্কেল-১৫ চাঁপাইনবাবগঞ্জের কর পরিদর্শক মোশারফ হোসেন, আবুল কালাম,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, অ্যাকাউন্ট অফিসার আহসান হাবিব, নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, শহীদ সাটু হল মার্কেটসহ বিভিন্ন মার্কেটের সভাপতি সম্পাদক ও পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।