মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ নবাবগঞ্জ সরকারি কলেজে শ্রীঘই চালু হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সংগ্রহশালা। এতে নীল বিদ্রোহ থেকে তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ বাসীর সংগ্রামী ঐতিহ্যের প্রামাণ্য দলিল, বিভিন্ন সংগ্রামের সংগঠক, সক্রিয় যোদ্ধাদের আলোকচিত্রসহ বিভিন্ন তথ্যের সমাবেশ। থাকবে ১৯৭১ সালে বিভিন্ন বধ্যভূমির মৃত্তিকা ও স্মারকের আলোকচিত্র। এছাড়াও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক, সংগ্রাম। এ লক্ষে ইতোমধ্যে কলেজের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কাজ শুরু হয়েছে। আগামী ১৭ মার্চ মুজিব বর্ষ উপলক্ষে এ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সংগ্রহশালার উদ্বোধন করা হবে।
এটির গবেষনা ও মূল পরিকল্পনায় রয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। সার্বিক সহযোগিতায় রয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ। এটি উদ্বোধন হলে চাঁপাইনবাবগঞ্জ বাসী মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ ,ভাষা আন্দোলন, তেভাগা আন্দোলনসহ বিভিন্ন সংগ্রামে অবদান রাখা ব্যাক্তিদের জীবনী ও ছবি দেখতে ও জানতে পারবেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সংগ্রহশালার গবেষনা ও মূল পরিকল্পনাকারী ড. মাযহারুল ইসলাম তরু জানান, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মকে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস জানা ও ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও ইতিহাস চর্চায় এ সংগ্রহশালাটি ভূমিকা রাখবে। অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু জানান, ছাত্র-ছাত্রীদের মাঝে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ আশপাসের জেলার বিভিন্ন বধ্যভ’মির ইতিহাস তুলে ধরতে আমাদের এ প্রয়াস।