মেহেদি হাসান
গত ১৫’এপ্রিল নারায়নগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরৎ পৌর চরমোহনপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সরকারী চাকুরীজীবী উপসর্গবিহীন আব্দুল বারি (৩০) প্রথম করোনা শনাক্ত হয় গত ২০’এপ্রিল। পরদিন ২১ এপ্রিল সদর উপজেলার মহাররাজপুর কবিরাজপাড়া এলাকার রাজমিস্ত্রী রুবেল (৩৫) করোনা শনাক্ত হয়।
প্রথম শনাক্ত হওয়া দুই ব্যক্তি বাড়িতে থেকে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে করোনাকে জয় করেছেন। তারা এখন সম্পূর্ণ করোনা মুক্ত।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী শনিবার (১৬ মে) রাত সাড়ে ৮টায় জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পরীক্ষার পর আজ রাতে আরো ৩১ জনের রেজাল্ট এসেছে। তারা সবাই নেগেটিভ। তাদের মধ্যে প্রথম শনাক্ত দুই ব্যক্তিও রয়েছে। ্এই দুইজনের তৃতীয়বারে মতো পরীক্ষা করা হয়। রোববার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হবে।