মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সিটি কলেজে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস কার্যক্রম। করোনা ভাইরাস কোভিড-19 কারনে কলেজ বন্ধ থাকায় এ পদ্ধতি চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে শুধুমাত্র সিটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য এটি করা হয়েছে। সিটি কলেজ ক্লাস রুম নামে ফেসবুক (City College Classroom) গ্রুপের মাধ্যমে এ ক্লাস নেয়া হবে।
কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন জানান, ২০২১ সালের যারা এইচ এস সি পরীক্ষার্থী তাদের জন্য সিটি কলেজের শিক্ষক ছাড়াও অভিজ্ঞ গেষ্ট টিচার দিয়ে ক্লাসের ব্যাবস্থা করা হবে। প্রথমত এই গ্রুপে শুধু মাত্র সিটি কলেজের ছাত্র ছাত্রী দের জন্য ক্লাস নেয়ার ব্যাবস্থা করা হচ্ছে। যদি মান সম্পন্ন ক্লাস হয় তখন সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ক্লাস শিক্ষকরা বাসা থেকেয় নিবেন। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের প্রতিটি সাবজেক্ট এর ক্লাস হবে। তাই সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এ অনলাইন ক্লাসে নিয়মিত ক্লাস করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।