আজ মঙ্গলবার, ১০ই বৈশাখ ১৪৩১, ২৩শে এপ্রিল ২০২৪

পদ্মা নদীর দক্ষিন চরপাঁকা ঘাটে বজ্রপাতে ১৬ জন নিহত, আহত ৯

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণ চরপাঁকা ঘাটে বজ্রপাতে ১৬জন বরযাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৯জন। বুধবার (৪ আগষ্ট) দুপুর ১২ টার দিকে এঘটনা ঘটে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। 

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফ জানান, বুধবার  সদর উপজেলার নাারয়নপুর ইউনিয়নের জনতার হাট এলাকা  থেকে বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী পাঁকা ইউনিয়নের দক্ষিণ চরপাঁকা এলাকায় বেশ কিছু  লোক  নৌকা  যোগে যাচ্ছিল।  নৌকা  থেকে নামার পর বৃষ্টি শুরু হলে তারা ওই ঘাটের ইজারাদারের কুঁড়ে ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ওই ঘরের  ভেতরে থাকা লোকদের মধ্যে অনন্ত ১৬ জন ঘটনাস্থলেই মারা যায়।

শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মকর্তা মৌদুদ আহমেদ, আরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

নিহতরা হলো সদর উপজেলার সূর্যনারায়নপুর গ্রামের কালুর ছেলে মোঃ আলম (৪৫), ধুলু মিয়ার ছেলে সজীব (২২),  মোস্তফার ছেলে পাতু (৪০), বাবুর স্ত্রী মৌসুমী (২৫), টিপুর স্ত্রী  বেলি বেগম (৩২), মহারাজনগর ডালপাড়ার রফিকুল ইসলামের ছেলে বাবলু (২৬),তবজুলের স্ত্রী জমিলা (৫৮), মৃত সৈয়ব আলীর ছেলে তবজুল (৭০), তবজুলের ছেলে সাদল (৩৫), জামালের মেয়ে লেচন (৫০), বাদলের ছেলে বাবু (২০), তেররশিয়া দক্ষিনপাড়ার মৃত সহবুলের ছেলে রফিকুল (৬০), ফাটা পাড়ার সাদিকুল ইসলামের স্ত্রী টকি বেগম (৩০), চরবাগডাঙ্গা গোঠাপাড়ার সাগর আলীর ছেলে সহবুল (৩০), বাবু ডাইং এলাকার মকবুলের ছেলে টিপু সুলতান (৪৫),সুন্দরপুর ইউনিয়নের সেরাজুল ইসলামের ছেলে আসিকুল ইসলাম ডাকু (২৪)। 

আহত হয়ে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মহারাজপুর ডালপাড়ার মোফাজুলের ছেলে ওবায়দুল, বাশিরের মেয়ে ময়না, মনিরুলের মেয়ে তহরা, পাকা দক্ণি পাড়ার সালাউদ্দিনের ছেলে মিনহাজুল, নারায়নপুরের শাহ আলাল বাবুর ছেলে মমিন, তামিম, শাহআলাল বাবু, নারায়নপুরের মিজানুর রহমানের মেয়ে শিরিন, জয়ন্দীপুরের  গোলাপ মিয়ার ছেলে আলামিন।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ