আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

এসএসসি পরীক্ষা এবারও শীর্ষে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬ হাজার ৩৮৪ জন এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৪ হাজার ৫৫৩ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৯৯ জন। জেলায় গড় পাসের হার ৮৮.৮২ শতাংশ।

এদিকে জেলাশহরের হারিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়কে ছাড়িয়ে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। এই প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছেন। অন্যদিকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া নাচোল উপজেলার এশিয়ান স্কুলের ১০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

রবিবার বেলা ১১টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

জেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান হলো- গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়ের মোট জিপিএ-৫ প্রাপ্ত হচ্ছে ৪ জন, ভোলাহাট রামেশ^র পাইলট মডেল ইনস্টিটিউট থেকে ৭ জন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে থেকে ৮ জন, মুশরিভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজে থেকে ১০ জন, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন, বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ জন, দলদলি উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, মুনজুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৭ জন, বাচ্চামারি উচ্চ বিদ্যালয়ের ১০ জন, ফতেপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, বীরেশ^রপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, আদাতলা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, বেরইপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, গোমস্তাপুর বালিকা একাডেমি থেকে ৩ জন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় থেতে ৫১ জন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪২ জন, দেওপুরা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন, রহনপুর উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, চৌডালা বিএল উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, বোয়ালিয়া বিলাতেরাল উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, সোনাবার উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, বড়দাদপুর কেএএম মাল্টি উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী ম-ল উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বসনিতলা উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন, রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন, ভাতখইর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, গোমস্তাপুর আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন, জসইল উচ্চ বিদ্যালয়ের ৬ জন, রহনপুর হাজী রিয়াজউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় থেকে ৩৪ জন, সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮ জন, রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ১ জন, চরাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, লেবুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৮ জন, রহনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন, ব্রজনাথপুর উচ্চ বিদ্যালয়ের ২ জন, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ জন, বোন্জপুর উচ্চ বিদ্যালয়ের ৩ জন, চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন, হোগলা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, হুজরাপুর মডেল একাডেমির ১ জন, বিজয় সুনজুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১ জন, পুরাতন প্রসাদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন, বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৬ জন, আলীনগর স্কুল ও কলেজের ২৩ জন, মুসলিমপুর বালিকা একাডেমীর ১ জন, নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯ জন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ জন, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের ৩ জন, খোলসী বিলাতেরাল উচ্চ বিদ্যালয়ের ১০ জন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ২ জন, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ১০ জন, লক্ষ্মীপুর বি.এল উচ্চ বিদ্যালয়ের ২ জন, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের ৫ জন, গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৪ জন, সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের ৫ জন, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের ১ জন, সানপুর উচ্চ বিদ্যালয়ের ৬ জন, পীরপুর উচ্চ বিদ্যালয়ের ৪ জন, বহারম ঘোড়াপাখিয়া উচ্চ বিদ্যালয়ের ২ জন, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, ফুলকুঁড়ি ইসলামী একাডেমির ৫৪ জন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২ জন, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের ৪৫ জন, নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, চৌহদ্দীটোলা উচ্চ বিদ্যালয়ের ২ জন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের ৩০ জন, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৪ জন, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩ জন, চামাগ্রাম হে.না. উচ্চ বিদ্যালয়ের ১৮ জন, হরিপুর নং-১ উচ্চ বিদ্যালয়ের ২ জন, কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, দেবীনগর উচ্চ বিদ্যালয়ের ১৮ জন, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ১ জন, মহিপুর এসএএম উচ্চ বিদ্যালয়ের ১০ জন, চাটাইডুবী উচ্চ বিদ্যালয়ের ১২ জন, সুজন একাডেমি উচ্চ বিদ্যালয়ের ৩ জন, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের ৬ জন, নয়নশুকা আরকে উচ্চ বিদ্যালয়ের ২ জন, কালিনগর উচ্চ বিদ্যালয়ের ২০ জন, টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের ৩ জন, নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৫ জন, সুবাগ উচ্চ বিদ্যালয়ের ৪ জন, চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের ৬ জন, সেলিম ডোলপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, ইসলামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, চকঝগড়– উচ্চ বিদ্যালয়ের ৪ জন, জনতা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১ জন, আলীনগর উচ্চ বিদ্যালয়ের ৪ জন, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, শংকরবাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের ২ জন, পলশা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, পাররামকৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন, ছয়রশিয়া ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ১ জন, দেবীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, নামোরাজারামপুর উচ্চ বিদ্যালয়ের ৩ জন, দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয়ের ৫ জন, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১ জন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ জন, রামজীবনপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ জন, কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ জন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ৩০ জন, রানীনগর বিলাতেরাল উচ্চ বিদ্যালয়ের ৯ জন, শিবগঞ্জ ইসলামী একাডেমির ২২ জন, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭২ জন, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৭ জন, দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের ২ জন, দাদনচক বেল আফরোজ ইদ্রিশি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ জন, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের ১৮ জন, চাতরা উচ্চ বিদ্যালয়ের ৮ জন, কালীনগর উচ্চ বিদ্যালয়ের ২০ জন, হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের ১১ জন, রানীহাটি এম.এল উচ্চ বিদ্যালয়ের ৪৫ জন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, হরিনগর উচ্চ বিদ্যালয়ের ১৭ জন, শাহাবাজপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের ২২ জন, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৯ জন, কানসাট ইউনিয়ন অ্যান্ড এম রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২ জন, কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ জন, শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের ২২ জন, চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ের ৯ জন, লাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ৯ জন, পিঠালীতলা উচ্চ বিদ্যালয়ের ২৪ জন, চাঁদপুর বিলাতেরাল উচ্চ বিদ্যালয়ের ৫ জন, কামালপুর উচ্চ বিদ্যালয়ের ৪ জন, দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের ৬ জন, পূর্বশ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ১ জন, হাসানপুর লক্ষীপুর পাঁকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, নয়ালাভাঙ্গা ইউসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, লাওঘাটা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, কালীগঞ্জ ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪ জন, এ কিউ চৌধূরী নারী কল্যাণ শিক্ষালয় ২ জন, চর পাঁকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পারকৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন, শাহাপাড়া পারভীন স্মরণী কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, তেলকুপি উচ্চ বিদ্যালয়ের ১ জন, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১ জন, চককীর্তি বালিকা একাডেমির ১ জন, সোভান উচ্চ বিদ্যালয়ের ৪ জন, ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন, আইড়ামারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন, ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ জন, আটরশিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৮ জন, বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ জন, পার ঘোড়াপাখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ জন, বেগুনবাড়ী বিআইবি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন, শিবগঞ্জ টাউন উচ্চ বিদ্যালয়ের ২ জন, চকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯ জন, বসনিতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, চককীর্তি উচ্চ বিদ্যালয়ের ২৬ জন, আলহাজ শরীফ আহমেদ কারিগরি উচ্চ বিদ্যালয়ের ২ জন, চরতারাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩ জন, এলবিসি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, সরজন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ২ জন, সন্তোষপুর বালক উচ্চ বিদ্যালয়ের ৪ জন, নাচোল উপজেলা স্কুলের ১৩ জন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ