চরঅনুপনগর ইউনিয়নে বাল্যবিবাহ,ইভটিজিংও মাদক প্রতিরোধে মতবিনিময়
- ৯ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪১:৫৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে বাল্যবিবাহ, যৌতুক ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আব্দুল বাদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন।
এসময় তথ্য কর্মকর্তা মোসাঃ আছিয়া খাতুনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, দুর্নীতি, আত্মহত্যা বন্ধে সচেতনতা ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা করেন। এছাড়াও সমাজের মারাত্মক ব্যাধ্যি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।
০ টি মন্তব্য