চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
- ৩১শে মার্চ ২০২৪ বিকাল ০৫:১৫:১১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর জয়নাল আবেদিনকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার। রোববার (৩১ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান নিহত জয়নাল আবেদিনের স্ত্রী আয়েশা খাতুন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, এই মামলার আসামিরা এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। তারা দাপটের সঙ্গে এলাকায় চরাফেরা করছে এবং মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দিচ্ছে। এই ঘটনার পর আয়েশা খাতুন তার আত্মীয়-স্বজনসহ প্রায় ১৫টি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে বলে দাবি করেন।
তিনি তার স্বামী হত্যার সুষ্ঠ বিচার দাবি করে মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলন থেকে।
এ সময় উপস্থিত ছিলেন- নিহত জয়নালের ভাই শাহীন, হাবিবুর রহমান ও জয়নালের শিশু সন্তান।
০ টি মন্তব্য