আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

হরিপুর ১ নম্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে সভা

মেহেদি হাসান

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, সুস্থ সংস্কৃতি চর্চা এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর ১ নম্বর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, হরিপুর ১ নম্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার কুণ্ডু, বিদ্যালয়টির শিক্ষক কাশেদ আলীসহ অন্যরা। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ