আজ মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১, ২১শে মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ইউনিসেফের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। আলোচনা সভা সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। 

বাল্যবিয়ে এবং ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকার কথা স্মরণ করিয়ে জেলা প্রশাসক বলেন-আপনাদের জন্য যে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে তা পাওয়ার জন্য আপনারা অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি বাল্যবিয়ে এবং ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কাজ করবেন। 

সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ