চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী
- ৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৫২:২৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ক জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কেএম কাওসার হোসেন, উদ্যোক্তা মুনজুরুল আলম, জেলা কালচার অফিসার ফারুকুর রহমান ফয়সাল। স্বাগ বক্তব্য রাখেন, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান।
৭দিন ব্যাপী বৃক্ষ মেলায় চাঁঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মেলায় ২০টি স্টল স্টল অংশগ্রহণ করেছিল। সেখানে বিভিন্ন জাতের গাছের চারা সহ ঔষধি গাছ প্রদর্শিত হয়।
মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে মনামিনা কৃষি খামার প্রথম স্থান অধিকার করে।
০ টি মন্তব্য