আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

র‌্যাবের অভিযান রানীহাটিতে চার কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার একজন গ্রেপ্তার

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ দশমিক ২ কেজি বিস্ফোরকদ্রব্য, ৩টি খালি টিনের জর্দ্দার কৌটা, ২৫০ গ্রাম লোহার পেরেক, ৯০ পিচ বেøডের ভাঙা অংশসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া যুবক জেলার গোমস্তাপুর উপজেলার হোগলা গ্রামের মো. সাদিরুলের ছেলে মো. মিজানুর রহমান মিজান (২৫)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে। 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এসময় বোমা তৈরির উপকরণ ৪ দশমিক ২ কেজি বিস্ফোরকদ্রব্য, ৩টি খালি টিনের জর্দ্দার কৌটা, ২৫০ গ্রাম লোহার পেরেক, ৯০ পিচ বেøডের ভাঙা অংশসহ মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ