আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মেহেদি হাসান

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। এসময় তিনি বলেন, আমরা প্রত্যেকেই নিরাপদ মাছ খেতে চাই। আমাদের অসুস্থতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। আমাদের গড় আয়ু যেমন বেড়েছে তেমনি অসুস্থতাও বেড়েছে। তিনি বলেন, যারা মাছ উৎপাদন করছেন তারা খেয়াল রাখবেন, যেন মাছের খাবারটা নিরাপদ হয়। 

এমপি জেসি বলেন, বাগদা চিংড়ি ও ইলিশ যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম, এ জন্য আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি। 

জেসি বলেন- এখানকার বাচ্চাদের মাংস কম খাওয়ার পাশাপাশি মাছের বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খাওয়াতে হবে, তাহলে আমাদের আমিষের চাহিদা পূরণ হবে। সকল চাষিকে নিরাপদ উপায়ে মাছ চাষের জন্য আহŸান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, আমাদেরকে নিরাপদ উপায়ে মাছ চাষে এগিয়ে আসতে হবে। আমরা সকলেই যেন নিরাপদ মাছ উৎপাদন করতে পারি এবং এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় যেন মাছ চাষ নিয়ে বড় ধরনের কর্মযজ্ঞ শুরু করতে পারি। তিনি বলেন, মৎস্য চাষে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মৎস্য সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অদম্য অগ্রযাত্রার কারণেই এটি করা সম্ভব হয়েছে।

জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জে নির্মিত হচ্ছে রাবার ড্যাম। প্রকল্প যখন দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু অনেক বড় একটা সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে। সারাবছর নদীতে পানি থাকবে এবং সেই পানিতে দেশী প্রজাতির মিঠা মাছ চাষের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করা যাবে। এতে পানির স্তর আর নামবে না। তিনি বলেন, আপনাদের সকল সম্মাননাকে কাজে লাগিয়ে সততার সাথে নিরাপদ উপায়ে মৎস্যসহ সকল কিছু উৎপাদন করার জন্য আপনাদের কাছে আমি সবিনয় আহŸান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) রোকনুজ্জামান সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাব ফুডের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন, মৎস্য চাষি ও উদ্যোক্তা রাকিবুল ইসলাম, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিক ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ জেলার মৎস্যচাষিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ