আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরে বৈদিক গ্রন্থাগার উদ্বোধন

মেহেদি হাসান

 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরে বৈদিক গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মন্দির চত্বরে বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্রী প্রণব কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু । 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাফিক ডিজাইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুভাষ চন্দ্র সূতার,  জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  বিভাস কুমার সরকার, সহকারী প্রকৌশলী, গণপূর্ত সার্কেল রাজশাহীর সুব্রত দাস,  ডাক্তার তড়িৎ কুমার সাহা, জাতীয় পরিষদ সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শ্রী কুনাল মুখার্জি, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শিবগঞ্জ উপজেলা শাখা। প্রশান্ত কুমার দাস, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শিবগঞ্জ উপজেলা শাখা। শ্রী মনোতোষ চক্রবর্তী, সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোমস্তাপুর শাখা।  ডলার কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা। পলাশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। অজিত দাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নবাবগঞ্জ পৌর শাখা। উদ্বোধক শ্রীপাদ পার্থ সারথী কৃষ্ণ দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ ইসকন খেতুরি ধাম ও ইসকন চাঁপাইনবাবগঞ্জ। সুমন কুমার সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোমস্তাপুর উপজেলা শাখা।   অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃণাল কান্তি পাল, সাধারণ সম্পাদক, বারঘরিয়া বাইশ পুতুল সার্বজনীন দুর্গা মন্দির ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণ সংসদ জেলা শাখার নেতৃবৃন্দ। সনাতন একতা সংঘ সংঘ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা এর নেতৃবৃন্দ। বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ