আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

মেহেদি হাসান


চাঁপাইনবাবগঞ্জে বুধবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় দেশে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকার পরেও নিরাপদ খাদ্য সমস্যার কারণে জোরালোভাবে বিদেশী পর্যটকদের আকৃষ্ট করা যাচ্ছে না। খাদ্যজনিত মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকি রোধ করে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, হোটেল রেস্তোরাঁয় খাবারের মান নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, দোষীদের আইনের আওতায় নিয়ে আসা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের চার স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্টের রূপরেখাসহ নিরাপদ খাদ্যবিষয়ক নানান দিক উঠে আসে। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, সাংবাদিকসহ সকল সেক্টরের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘পর্যটন শিল্পে নিরাপদ খাদ্যের ভূমিকা’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সামাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মাসুদ আহমেদ,  জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ জুবায়ের জাহাঙ্গীর, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, ব্র্যাকের মমেসা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রেজাউল করিম টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।  

জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অফিস এই সভার আয়োজন করে।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ