আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার্থীদের দক্ষ করতে কাজ করছে সরকার- গালিভ খাঁন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন সাধারণ শিক্ষার্থীদের শ্রম বাজারের জন্য দক্ষ ও উপযোগী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। তিনি বলেন, এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেয়ার জন্য শিক্ষাক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামীতে ও শিক্ষা কারিকুলামেও অনেক পরিবর্তন আসছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদের উদ্বোনী শক্তি বৃদ্ধি করে প্রযুক্তিগত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করার আহবান জানান। জেলা প্রশাসক এ কে এম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে   কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে  কারিগরি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক সেমিনার ও পুরস্কার  বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন দেশের সাধারণ জনগণের কাছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের ভূমিকা তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।জেলা প্রশাসক, শিল্প-কারখানা ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষানীতি, কারিকুলাম  প্রণয়ন ও জব ম্যাচিং করে কারিগরি শিক্ষাকে আরো কর্মমুখী করতে উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। কারিগরি শিক্ষার প্রসারে সম্পৃক্ত সরকারি-বেসরকারি ও বিদেশি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতেও সরকার কাজ করে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট এর হলরুমে রোববার সকাল সাড়ে ১১ টায় অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর আফিদা রহমান,পলিটেকনিক ইনষ্টিটিউট এর চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন,প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাক্টর টেক ফুড ড.  মোঃ আরিফুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর টেক ফুড মোঃ সুবেল আলী, ইন্সট্রাক্টর (নন টেক) আজিজুর রহমানসহ ছাত্র-ছাত্রী ও বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ