আজ শনিবার, ৭ই বৈশাখ ১৪৩১, ২০শে এপ্রিল ২০২৪

নাচোলে দুই সার ব্যবসায়ীকে অর্থদণ্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুজন খুচরা বালাইনাশক ও সার দোকান মালিককে সার মজুত এবং সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা সার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচলনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন। এ সময় নাচোল সদর ইউনিয়নের ঝিকরা গ্রামের আমিনুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং কসবা ইউনিয়নের এলাইপুর বাজারের নুরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে মজুতকৃত ৭৭ বস্তা ডিএপি এবং ৪০ বস্তা ইউরিয়া সার সরকারি মূল্যে কৃষকের মধ্যে বিক্রি করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ