আজ শনিবার, ৭ই বৈশাখ ১৪৩১, ২০শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কল্যাণী মহিলা সংসদ এর মার্জিনা হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন গাল্ গাইডস্   অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার কবিতা চন্দ ।

সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটস্  এর কমিশনার মো. জাকিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লার রহমান।  অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নাহার রুবিনা , নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, ভোলাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম মিজানুর রহমান। সার্বিক দায়িত্বে ছিলেন,  চাঁপাইনবাবগঞ্জ গার্ল গাইড অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিশনার  গৌরি চন্দ্র সিতু। স্বাগত বক্তব্য রাখেন, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক  রোকসানা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় সম্পাদক শাহনাজ বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ জোবায়ের জাহাঙ্গীর।   

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটস্  এর কমিশনার মো. জাকিউল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষক, গুরুজন, বড়, ছোট, মানুষের সাথে আচার ব্যবহার ও মূল্যেবোধের  শিক্ষা পায়। শুধু কারিকুলাম শিক্ষা দিয়ে ছেড়ে দিলে হবেনা। শিশুদের স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন পূরনের ধাপ গুলো যেন সে পূরণ করতে সক্ষম হয়।  হলদে পাখির সম্প্রসারণ শিশুদের গণতন্ত্র চর্চা, ছাত্রীদের নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের বয়সভিত্তিক একে অপরের সাহায্যে দেশে-বিদেশে গার্ল গাইডদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে বলেও তিনি জানান। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ