আজ শুক্রবার, ৫ই বৈশাখ ১৪৩১, ১৯শে এপ্রিল ২০২৪

আট দুস্থ নারীকে কর্মসংস্থান করে দিল ওয়েল ফেয়ার ক্লাব

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ৮জন দুস্থ নারীকে স্বাবলম্বী করার লক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে নারীদের সংগঠন ওয়েল ফেয়ার ক্লাব। পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্য ৮টি ওয়ার্ডের প্রথম পর্যায়ে তাদের মধ্যে ৬জনকে সেলাই মেশিন ও ২জনকে নিজ বাড়িতে মুদি দোকানের জন্য মুদিপণ্য ক্রয় করে দেয়া হয়। শনিবার (৩০ এপ্রিল) নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এই সহায়তা প্রদান করা হয়।
ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা. গোলাম রাব্বানী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেদুল ইসলাম ও সুবিধাভোগী সুফিয়া বেগম।
ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বেগম জানান, ৮জন দরিদ্র অসহায় দুস্থ নারীর কর্মসংস্থান করা হলো। ভবিষ্যতে আরো করব। এ কাজে সমাজের বিত্তবান নারীরা এগিয়ে আসলে পিছিয়ে পড়া নারীরা উপকৃত হবে বলে আমি মনে করি। তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ