আজ শুক্রবার, ৬ই বৈশাখ ১৪৩১, ১৯শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ শুরু হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩জন সফল মৎসচাষির হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যরা। 

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, গোমস্তাপুর উপজেলার চাষি আল-মামুন, নাচোল উপজেলার মিজানুর রহমান ও শিবগঞ্জ উপজেলার মাসুদ রানা। 

পরে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভাসহ অন্যরা। মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”। গত ২৮ আগস্ট থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ