আজ বুধবার, ১১ই বৈশাখ ১৪৩১, ২৪শে এপ্রিল ২০২৪

বিধিনিষেধের ৭ম দিনে কঠোর জেলা প্রশাসন

মেহেদি হাসান

কঠোর বিধিনিষেধের ৭ম দিন বুধবার অতিবাহিত হয়েছে। জেলাজুড়ে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বিধিনিষেধ অমান্য করে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তাদের অনেককেই আইন-শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে। অনেককেই গুণতে হয়েছে জরিমানা।

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ৭ম দিনে জেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালে যারা বিধিনিষেধ অমান্য করেছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত জেলা সদরের বিশ্বরোড মোড় হতে দ্বারিয়াপুর রোডের বিভিন্ন মার্কেটসহ রাস্তায় চলমান বিভিন্ন অটোচার্জার ও সাধারণ মানুষের মধ্যে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তিনি কারণ ছাড়ায় রাস্তায় বের হওয়া পথচারী, অটোরিকশা ও বিভিন্ন মার্কেটের দোকানদারকে চলমান বিধিনিষেধ অমান্য করায় ১২টি মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ