আজ বৃহঃস্পতিবার, ৫ই বৈশাখ ১৪৩১, ১৮ই এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক D-8 Youth Summit-এ ১ম রাজশাহীর হয়ে প্রতিনিধিত্ব করলেন চাঁপাইনবাবগঞ্জের শাকিল

মেহেদি হাসান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ৮টি দেশকে নিয়ে ১০ম D-8 Youth Summit আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সোমবার(৫এপ্রিল) দুপুর ২টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮টি দেশকে নিয়ে D-8 Youth Summit এ রাজশাহীর প্রতিনিধিত্ব করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার শাকিল। তিনি ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সভাপতি ও একযোগে সাংবাদিকতা, কলেজের শিক্ষকতা ওবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী।

Entrepreneurship is the dynamic process of creating incremental wealth (উদ্যোক্তা হ'ল বর্ধিত সম্পদ তৈরির গতিশীল প্রক্রিয়া) শীর্ষক আলোচনায় ৮টি দেশের যুব মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিসহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক  এই ৮টি দেশের  মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনীতি, বৈচিত্র, বাণিজ্যিক সম্পর্কে নতুন সুযোগ তৈরি, আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণের সুযোগ এবং জীবনের মান উন্নয়নের লক্ষ্যে D-8 Youth Summit অনুষ্ঠিত হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ