আজ বৃহঃস্পতিবার, ১২ই বৈশাখ ১৪৩১, ২৫শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ দেশব্যাপী উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  ও আকর্ষণীয় লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮’মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে লাঠিখেলার বিভিন্ন কসরৎ পরিবেশন করে দেশে সমাদৃত কুষ্টিয়ার বাংলাদেশের লঠিয়াল বাহিনীর কেন্দ্রীয় গ্রুপ। দলনেতা মো.আলাউদ্দিনের নেতৃত্বে দলের পুরুষ ও নারী সদস্যরা বিভিন্ন চর দখল,লাঠিনৃত্য,একক,দ্বৈত ও দলীয় লড়াই,ঢাল নিয়ে লড়াই ইত্যাদি লাঠিখেলার মাধ্যমে হাজারো দর্শকের মনোরঞ্জন করে। 

দলের সমন্বয়ক সাবির হাসান চৌধুরী বলেন, ১৯৩৩ সালে মরহুম সিরাজুল ইসলাম এ দলের প্রতিষ্ঠাতা।দলটি জাতীয় পূরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে। বর্তমানে দলে প্রায় দেড় হাজার সদস্য রয়েছে।দেশব্যাপী দলটি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম,নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও সহ বিভিন্ন দপ্তরের সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ